সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০২২
ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ,সোনাকান্দা,নারায়ণগঞ্জ -এ "মেরিন শিক্ষানবীসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ” -২০২১ অনুষ্ঠান
প্রকাশন তারিখ
: 2021-12-28
২৮ডিসেম্বর ২০২১খ্রি: রোজ মঙ্গলবার বিআইডব্লিউটিএ 'র ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ,সোনাকান্দা,নারায়ণগঞ্জ -এ "মেরিন শিক্ষানবীসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ” -২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি কমডোর গোলাম সাদেক ,চেয়ারম্যান ,বিআইডব্লিউটিএ এবং বিশেষ অতিথি জনাব আবদুছ ছাত্তার শেখ ,সদস্য (অর্থ ),বিআইডব্লিউটিএ ক্যাডেটদের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং বিভিন্ন কৃতিত্বের জন্য ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন l
অফিস প্রধান (চেয়ারম্যান)

রংপুর ক্যাডেট কলেজের ষষ্ঠ ব্যাচের প্রাক্তন ছাত্র কমডোর গোলাম সাদেক এনজিপি,এনডিসি, এনসিসি, পিএসসি, ১৯৮৯ সালের পহেলা জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। নৌবাহিনীর মৌলিক প্রশিক্ষণ তিনি রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনী থেকে গ্রহণ করেছেন। আরও..
কেন্দ্রীয় ই-সেবা
জরুরি হটলাইন


ইনোভেশন কর্নার
সামাজিক যোগাযোগ